শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গণভবনে রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রওশন এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রওশন এরশাদ  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান বলে জাপা সূত্র নিশ্চিত করেছে। 

এর আগে ১৯ নভেম্বর রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রায় এক ঘণ্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রওশন এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব হলে, সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। বলা হয়েছে তফসিলের সময় পেছানোতেও।

তবে এতো কিছু পরও রওশন এরশাদকে বাদ দিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রার্থী ঠিক করেছে। অবশেষে মনোনয়ন ফরম নেননি দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে ৩২ বছর পর রওশনকে ছাড়াই নির্বাচনে পথে হাঁটল জাপা। 

আরও পড়ুন: ফের পেছালো মির্জা আব্বাসের দুর্নীতি মামলায় রায়

এ অবস্থায় নির্বাচনী আমেজে জাপায় চলছে অভিযোগ, পাল্টা অভিযোগও। জাতীয় পার্টি এবার এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণার পর ২৮৮ আসনে প্রার্থী দেয় দলটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence