ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ AM
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ। আবহাওয়া অফিসের কর্মকর্তা রবিউল হক এ তথ্য জানিয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ সময় আতঙ্কে অনেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা দেশের বিভিন্ন স্থান থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
সিলেট থেকে একজন জানান, তারা ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পে তাদের ঘুম ভাঙে। পুরো ভবন কেপে উঠেছে। চট্টগ্রাম ও কুমিল্লা থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।