মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরের শোডাউন, পুলিশের বাধা

আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী
আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী  © সংগৃহীত

সরকার পতনের একদফা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে রাজপথে শোডাউন দিচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মতিঝিলের আরামবাগের দিক থেকে একটি মিছিল নিয়ে ফকিরাপুল মোড়ে শোডাউন দিয়ে আবার আরামবাগের দিকে চলে যায়। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় তারা। মিছিলের নেতৃত্ব দেন শিবিরের ঢাকা মহানগর উত্তরের নেতা ফিরোজ আলম জাফরী।

শনিবার ভোর থেকে আরামবাগের নটরডেম কলেজের সামনে জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিলেও সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তবে ফের ব্যারিকেড দেয় পুলিশ। ফলে সেখানেই স্লোগান ও মিছিল করছে জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা।

এদিকে এদিন সকালে পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে আরামবাগেও তাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

রাজধানীর কাকরাইল, নাইটঙ্গেল মোড়, বিজয় নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। তবে এর আগে থেকেই অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ