বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি
- ইউএনবি
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ০৬:০০ PM
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অব্যাহত সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন।
২০ অক্টোবর এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পরে ভালোভাবে সেরে উঠছেন।’
ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় মহান সাফল্য কামনা করছি।’
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।