ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা ২২ দিন নিষিদ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ PM
দেশে ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় ২২ দিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারা দেশে এ নিষেধাজ্ঞা শুরু হবে আগামী ১২ অক্টোবর।
২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে বলে বুধবার (২০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
আরো পড়ুন: দুর্গাপূজায় ভারতে যাচ্ছে প্রায় ৪ হাজার টন ইলিশ
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান বলে জানানো হয়েছে।