ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৩, ১০:৩২ PM
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ আগস্ট) যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আকরামুল আলম (৫৫)।
আকরামুল আলম নড়াইল সদরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি পৌর এলাকার ভওয়াখালীতে পরিবারসহ বসবাস করতেন। রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, গত ১১ আগস্ট জ্বর নিয়ে সদর হাসপাতালে আসেন শিক্ষক আকরামুল। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়।
যশোরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি।