কোরআন পোড়ানোয় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়  © ফাইল ফটো

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। সালওয়ান মোমিকা নামের ওই ব্যক্তি সুইডেনে বসবাসরত একজন ইরাকি।

কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক, ইরাক, ইরান, মিশর ও সৌদি আরবসহ প্রায় সব মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নিন্দা এসেছে পশ্বিমা কয়েকটি দেশের অমুসলিম নেতার পক্ষেও।

এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভের ঝড় ওঠেছে মুসলিম দেশগুলোতে। বেশ কিছু দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে জরুরি বৈঠকও আহ্বান করেছে।


সর্বশেষ সংবাদ