নেত্রকোনায় পিবিজিএসআই স্কিমের উপজেলা পর্যায়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় পারফরম্যান্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি  ইন্সটিটিউটশন (PBGSI) স্কিমের উপজেলা পর্যায়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (২৯মে) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান  বাঙ্গালীর সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা। সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। 

অপরদিকে এ ওয়ার্কসপে কেন্দুয়া উপজেলার মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক  বিদ্যালয় এবং সকল মাদ্রাসার ১০২ জন এসএমসি, এমএমসি এর সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণ  উপস্থিত ছিলেন।

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি বলেন, পারফরম্যান্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি  ইন্সটিটিউটশন (PBGSI) স্কিমের উপজেলা পর্যায়ে ওয়ার্কশপের আওতায় উপজেলায় পাঁচ লক্ষ টাকা করে পঁচিশটি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান অনুদান পেয়েছে। এ ওয়ার্কশপ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


সর্বশেষ সংবাদ