নিউ সুপার মার্কেটের আশপাশের সব মার্কেট বন্ধ

অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ
অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ  © সংগৃহীত

আর মাত্র এক সপ্তাহ পরেই পালিত হবে মুসলমান ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে এখন পোশাকের মার্কেটগুলোতে বিক্রি জমে উঠেছে। ঈদ উপলক্ষে দোকানে তুলেছেন নতুন পণ্য। ঠিক এসময় রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় নিউমার্কেটর আশপাশের মার্কেটগুলোত বন্ধ রয়েছে। 

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। শুরতে ঝুঁকি নিয়ে মালামাল বের করতে পারলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আর কেউ বের করতে পারছেন না। ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, নিউমার্কেটের কাছাকাছি চন্দ্রীমা সুপার মার্কেট, গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, নূর মেনশন সুপার মার্কেট, হকার্স মার্কেট, চাঁদনী চক, ইয়াকুব সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট বন্ধ রয়েছে।

নিউ সুপার মার্কেটে আগুন: সাইন্সল্যাবে ডাইভারশন, আশপাশের সব মার্কেট বন্ধ

এর পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান-অফিস বন্ধ। এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ঢুকতে গেলে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তবে জরুরি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গাড়িগুলো প্রবেশ করতে পারছে। 

এ মুহূর্তে আগুন লাগার ঘটনায় নিউমার্কেটের ব্যবসায়ীরা বড় লোকসানের মুখে পড়েছেন। শুধু নিউমার্কেটের ব্যবসায়ীরা নয়, আশপাশের ব্যবসায়ীদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল।

নিউ সুপার মার্কেটে আগুন

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। `আমার  সব আগুনে পুড়ে শেষ। সব শেষ হ‌য়ে গেল রে। অাল্লাহ আমার কিছুই রইল না। এখন পরিবার পরিজন নিয়া কেমনে চলমু।` ঢাকা নিউ সুপার মার্কেটের সাম‌নে হাঁটু জল। পা‌নির মধ্যে দাঁড়িয়ে এসব কথা বল‌তে বল‌তে বিলাপ ক‌রে কাঁদছেন মো. মইনুল হো‌সেন। 

মঈনুল ব‌লেন, আমার বাসা মিরপুর। আগুন লাগছে, খবর পাইয়া ছু‌টে এসে দে‌খি পুরা মার্কেটে ধোঁয়া আর ধোঁয়া। আমার সব শেষ‌রে ভাই। সব আগুনে পুড়ে যাচ্ছে। মইনুলের মূলত পাজ্ঞা‌বীর দোকান। তিনি ব‌লেন, ঈ‌দের জন্য অনেক পাঞ্জাবী তুলেছি। কিছু বি‌ক্রি ক‌রে‌ছি। সব মি‌লি‌য়ে ৩০ লাখ টাকার মালামাল হ‌বে। সব‌তো এখন আগুনে পুড়ে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ