রাজধানীতে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে আজ

৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে আজ
৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে আজ  © সংগৃহীত

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজধানী ঢাকায় এলাকাভেদে আজ রোববার এক ঘণ্টা থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।  

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়। এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: ব্ল্যাক আউটের ঘটনায় দুই কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং হবে, তার তালিকা দিয়েছে।

আজ ডিপিডিসির আওতাধীন বেশিরভাগ এলাকায় তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং করা হবে বলে তালিকায় দেখা গেছে। তবে শ্যামপুরের কয়েকটি স্থানে আট ঘণ্টা লোডশেডিং হতে পারে।

গ্রাহকরা লোডশেডিংয়ের শিডিউল দেখতে ক্লিক করুন  ডিপিডিসিডেসকোর 


সর্বশেষ সংবাদ