‘ক্যাম্পাসে রুচিশীলতার চরম অধপতন ঘটছে’
- মারুফ মল্লিক
- প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৬:৪৪ PM , আপডেট: ১৩ মার্চ ২০২২, ০৯:২১ PM
ক্যাম্পাসে রুচিশীলতার চরম অধপতন ঘটছে বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। এসব বিষয়ে কথা বলা ও প্রতিবাদ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, একটা কথা অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম। ক্যাম্পাসে রুচিশীলতার চরম অধপতন ঘটছে। এটা শিক্ষক, শিক্ষার্থী সবার জন্যই প্রযোজ্য। যে ভাষায় এখন শিক্ষার্থীরা কথা বলে, আনন্দ প্রকাশ করে বা শিক্ষকদের যেসব কীর্তির কথা শুনি তা স্পষ্টতই মানসিক বিকারগ্রস্থতার প্রমান।
গতকাল RAG এর অনুষ্ঠান একজনের বদৌলতে লাইভ দেখলাম। মান দেখে আমি খুবই আহত হইছি। আমরাও RAG করছি। আমাদের RAG এর আমি নিজেই আয়োজক কমিটির একজন ছিলাম। আমাদের সময় নানা ধরনের সংকট ছিল। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মান বজায় রাখতে।
আরও পড়ুন: জাবিতে র্যাগ ডের ড্যান্স পারফরম্যান্স নিয়ে সমালোচনা
কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন উপলক্ষে যা দেখছি তা খুবই হতাশাজনক। একটা বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাবিয়ানদের কাছ থেকে এটা আশা করা যায় না। অশ্লীলতা, মানহীন কথোপোকথন কখনই আনন্দ প্রকাশের মাধ্যম হতে পারে না। দেশের অন্যান্য ক্যাম্পাসের মধ্যে আন্দোলন, সংগ্রাম, সাংস্কৃতিক কর্মকান্ডের দিক থেকে জাবির অবস্থান বরাবরই ভিন্ন ছিল। অন্যদের জন্য ঈর্ষার জায়গা ছিল আমাদের জাবি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে RAG এর অনুষ্ঠানে যখন টি শার্টে অশ্লিল ভাষা ও শব্দ প্রয়োগ করা হয় তখন আসলে ভাবতে বাধ্য হই কোথায় যাচ্ছি আমরা। এসব বিষয়ে আমাদের কথা বলা শুরু করা দরকার । প্রতিবাদ করা প্রয়োজন।
এর আগে ৪২তম ব্যাচের র্যাগ ডেতে একটি নৃত্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। একটি হিন্দি গানের সাথে ৩ মিনিট ৭ সেকেন্ডের যুগল নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ঐ ব্যাচের এক ছাত্রীকে ওয়েস্টার্ন পোশাক পরিধান করে নাচতে দেখা যায়। তার পোশাক ও নৃত্যর অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
লেখক- সাবেক জাবি শিক্ষার্থী ও রাজেনৈতিক বিশ্লেষক