অধিনস্ত কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার চূড়ান্ত প্রকাশ চমেবির

ফলাফল হস্তান্তর অনুষ্ঠান
ফলাফল হস্তান্তর অনুষ্ঠান  © টিডিসি ফটো

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধিনস্ত মেডিকেল কলেজগুলোর প্রথম ব্যাচের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) চমেবিতে প্রথম ব্যাচের ফলাফল প্রকাশ ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের হাতে ফলাফল হস্তান্তর করা  হয়।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মত চমেবির অধিন ১৬ টি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হয়। গত বছরের নভেম্বরে ব্যাচটির এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল।

এতে ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৮৩৭ জন। পাশের হার ৭৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া ২ টি ডেন্টাল কলেজে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। পাশের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।  

শনিবার আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। চিকিৎসা অনুষদের ডিন ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম।

প্রসঙ্গত, বর্তমানে চমেবির অধিন ১৮টি মেডিক্যাল কলেজে ১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি ৬টি মেডিক্যাল কলেজে ৬৫১ জন, বেসরকারি ১০টি মেডিক্যাল কলেজে ৮৩০ জন। 

এছাড়াও ২ টি ডেন্টাল কলেজে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি ১ টিতে ৬০ জন, বেসরকারি ১টিতে ৭০ জন। তাছাড়া ২৫ টি নার্সিং কলেজে ১ হাজার ৬০০ জনসহ মোট ৫১ টি প্রতিষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষে ৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence