রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ছায়ানট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১১:৩৪ AM
ভারত সরকার বিশ্বজনীনতা ও সৃষ্টিশীল পদ্ধতিতে সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ২০১১ সালে ‘রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার’ বা টেগোর অ্যাওয়ার্ড প্রবর্তন করে। রবীন্দ্র সাহিত্য প্রচার এবং সাংস্কৃতিক সম্প্রীতিতে অবদানের জন্য এবার বাংলাদেশের ছায়ানটকে এই পুরস্কার প্রদান করা হবে। ছায়ানটকে এ সম্মাননার জন্য মনোনীত করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরি বোর্ড।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, জুরি বোর্ডের সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক অঙ্গণের সম্প্রীতিতে অনন্য অবদানের জন্য ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের রবীন্দ্রচর্চার সূতিকাগার ও নেতৃস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ২০১৫ সালের জন্য এই বিশেষ সম্মাননা অর্জন করে নেয়। এই পুরস্কারের মূল্যমান এক কোটি রুপি। এর আগে দু’জন ব্যক্তি এই সম্মাননা পেয়েছে। তবে প্রতিষ্ঠান হিসেবে ছায়ানট’ই প্রথম।
বিবৃতিতে বলা হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানট কেবল রবীন্দ্র রচনা এবং বাঙালি সংস্কৃতি, সঙ্গীত ও সাহিত্য প্রচারের ক্ষেত্রেই নয় বরং সারা বিশ্বজুড়ে তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূর্ব পাকিস্তানে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ হলে ছায়ানট রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর এবং রচনার মাধ্যমে উদার অভিব্যক্তি প্রচার করতে থাকে গোপনে।
এ বিষয়ে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ছায়ানটের এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের সকল রবীন্দ্রপ্রেমীদের জন্য একটি স্বীকৃতি। এই স্বীকৃতির জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি।