১৫ই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের হুকুমের আসামি আওয়ামী লীগ ফের ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে এই আহ্বান মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
আসিফ তার পোস্টে লেখেন, ১৫ই আগস্টকে কেন্দ্র করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুত ব্যবস্থা নিবে।