ব্রডকাস্ট জার্নালিজমে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট  © ওয়েবসাইট থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম কোর্সের সপ্তম ব্যাচের প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে পরিচালিত ১ (এক) বছর মেয়াদি এ কোর্সটি ইলেকট্রনিক গণমাধ্যম বিষয়ে পেশাগত উন্নয়নে সাহায্য করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমান পরীক্ষায় সিজিপিএ-২ দশমিক ৫ পেতে হবে ৪ স্কেল অনুযায়ী; অথবা দ্বিতীয় বিভাগ বা ৩ দশমিক ২৫ পেতে হবে ৫ স্কেল অনুযায়ী।

কোর্সের সময়সীমা: ১ বছর (৬ মাস মেয়াদী ২ সেমিস্টার)।

ক্রেডিট সংখ্যা : ৩২ (১০টি মডিউল ও বিভিন্নগণমাধ্যম প্রতিষ্ঠানে ১ মাস মেয়াদি ইন্টার্নশীপ)।

আরও পড়ুন: গার্মেন্ট বিজনেসে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে

অনলাইনে আবেদন যেভাবে: www.nimc.gov.bd ওয়েবসাইটের মূল পাতায় অনলাইন সেবা অপশনের অধীন অনলাইনে আবেদন বাটনে ক্লিক করে দরকারি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

সরাসরি আবেদন যেভাবে: অফিস চলাকালীন (সরকারি ছুটির দিন ব্যতীত) ২০০ (দুইশত) টাকা ফি দিয়ে কক্ষ নম্বর ৩১৮ (হিসাব শাখা) থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত কপি ও ২ কপি সত্যায়িত রঙিন ছবিসহ সরাসরি অথবা ডাকযোগে নির্ধরিত সময়ের মধ্যে জমা দিতে পারবেন।

ভর্তিবিষয়ক তথ্য পেতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা-১২১৬ ঠিকাানায় যোগাযোগ করতে পারবেন।

ভর্তির তারিখ বৃদ্ধির নোটিশ দেখতে এখানে ক্লিক করতে পারেন। 


সর্বশেষ সংবাদ