করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম   © ফাইল ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গত বুধবার (২৬ জানুয়ারি) তার কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ আসার পর থেকে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম গণমাধ্যমকে জানান, গত বুধবার স্যারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। 

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান তিনি।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের ৯ ডিসেম্বর এক বছরের চুক্তিতে তাকে ওই পদে রেখে দেয় সরকার। পরে আরও দুই বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।


সর্বশেষ সংবাদ