তিন মাস পর দুই অংকে করোনায় মৃত্যু

তিন মাস পর দুই অংকে করোনায় মৃত্যু
তিন মাস পর দুই অংকে করোনায় মৃত্যু  © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে। এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।

আরও পড়ুন: তিন হাজার ছাড়াল করোনা শনাক্ত

এর আগে, গতকাল বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হন ২ হাজার ৯১৬ জন। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, এক দিনে এর চেয়ে বেশি রোগী সবশেষ পাওয়া গিয়েছিল গত ২ সেপ্টেম্বর। সেদিন ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৬ জন রোগী পাওয়ার কথা জানানো হয়।


সর্বশেষ সংবাদ