বিবিএসের গুণগত মান ও স্বচ্ছতা পর্যালোচনায় বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  © টিডিসি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর উৎপাদিত পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ পর্যালোচনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়াধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

সোমবার (২৮ এপ্রিল) উপসচিব মুনিরা ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই টাস্কফোর্স বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক ও বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। প্রতিবেদনটি ৯০ দিনের মধ্যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার নিকট দাখিল করা হবে।

৮ সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ (প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো), ড. ফাহমিদা খাতুন (নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)), ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান, র‍্যাপিড, ড. সৈয়দ শাহাদৎ হোসেন, অধ্যাপক, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান সমিতি), ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, (অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. অতনু রব্বানী (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ ইউনুস (গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস))। 

প্রজ্ঞাপনে এ টাস্কফোর্সের প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে- পরিসংখ্যান ব্যুরোর গুণগত মান, হিসাব পদ্ধতি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সুপারিশ প্রণয়ন; জরিপ ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা,একটি Core জরিপ তালিকা তৈরি এবং নির্ধারিত সময়ানুযায়ী প্রকাশসূচি প্রণয়ন: জাতীয় আয়, মূল্যস্ফীতি ইত্যাদি বিষয়ে পরামর্শক কমিটি গঠন; পরিসংখ্যান ফলাফল প্রকাশের ক্ষমতা ব্যুরোর প্রধানের উপর অর্পণ। 

এছাড়াও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে পরিসংখ্যান কার্যক্রমে সমন্বয় সাধন; পরিসংখ্যানকে একটি ‘Public Good’ হিসেবে প্রতিষ্ঠা করে ডেটা অ্যাক্সেস সহজ করা; পরিসংখ্যান আইন (২০১৩) পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব; বিবিএস-এর বিদ্যমান কাঠামো ও মানবসম্পদ মূল্যায়ন এবং শক্তিশালীকরণ। 

প্রজ্ঞাপনে প্রশাসনিক সহায়তার বিষয়ে বলা হয়েছে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ টাস্কফোর্সের সকল কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে। টাস্কফোর্স সভাপতি অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পরিসংখ্যান ব্যবস্থাকে আধুনিক, নির্ভরযোগ্য ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ