ঈদ উপলক্ষে কখন মিলবে কোন অঞ্চলের ট্রেনের টিকিট?

ট্রেনের টিকিট
ট্রেনের টিকিট  © সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে শতভাগ টিকিট বিক্রি করা হবে অনলাইনে। সবাই যেন ঠিকভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সেজন্য দুই অঞ্চলের টিকিট দুই সময়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে। অন্যদিকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। তবে ঈদ যাত্রার অগ্রিম এবং ফিরতি টিকিট রিফান্ড করা যাবে না। 

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

অন্যদিকে, আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।


সর্বশেষ সংবাদ