২০২৬ সাল পর্যন্ত স্থগিত সাফ, জানে না বাফুফে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ PM

আগামী জুনে মাঠে গড়ানোর কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। তবে ভেন্যু ও স্পন্সরশিপ জটিলতায় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্ট আলোর মুখ দেখা নিয়ে নানান শঙ্কা ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে আকস্মিকভাবে আগামী বছর পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়ে জানায় দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুসারে প্রস্তুতিও চলছিল। তবে সংস্থাটির সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস-ফাইভ মনে করে, এই পদ্ধতির জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই, ২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, আগামী ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সেই সভার আগেই হঠাৎ স্থগিত করার সিদ্ধান্ত এলো। তবে এ নিয়ে এখনো সাফ সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হলেও এখনও সদস্য দেশগুলোকে এই বিষয়ে অবগত করেনি সাফ কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মন্তব্য, ‘আমরা গণমাধ্যম ও সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনও আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না। আমাদের পরিকল্পনা ছিল, জুনে সাফে খেলব।’