মাঠে হামজা চৌধুরীর ওপর চড়াও বার্নলির সমর্থকরা

হামজা চৌধুরীকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তাকর্মীরা
হামজা চৌধুরীকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তাকর্মীরা  © সংগৃহীত

২-১ গোলের জয়। খেলা শেষের বাঁশি বাজার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উৎসব। বার্নলি ফিরছে প্রিমিয়ার লিগে, এটাই উৎসবের কারণ। তবে উৎসব করতে গিয়েই কিনা মাত্রা ছাড়িয়ে গেলেন বার্নলির সমর্থকরা। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন, মৌখিকভাবেও খুব একটা শোভনীয় ছিল না আচরণ।

শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ওপরই যেন যাবতীয় ক্ষোভ বার্নলি দর্শকদের। ম্যাচ শেষের পরপরই মাঠে ঢুকে পড়েন বার্নলি সমর্থকরা। এ সময় উৎসব প্রকাশ করার পাশাপাশি প্রতিপক্ষ শেফিল্ডের বিভিন্ন খেলোয়াড়দের প্রতি মন্তব্যও করেছেন।

ইতিমধ্যে হামজার সঙ্গে উত্তাপ ছড়ানো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিও ফুটেজে দেখা যায়, হামজাকে এক পুলিশ সদস্য ঠেলে সরিয়ে দেন এবং পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের টানেলে নিয়ে যান।

আরও পড়ুন: বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে রাতেও বিক্ষোভ

ঘটনার পর জানা যায়, হামজাকে বর্ণবাদমূলক গালাগাল করা হয়। ক্লাব ম্যানেজার ক্রিস ওয়াইল্ডার ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের বলা হয়েছিল মাঠে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, কিন্তু সেটা ছিল না। এটা ছিল একেবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘৪০-৫০ জন মানুষ যখন আপনার দিকে দৌড়ে আসে, তখন সেটা শুধুই উদযাপন নয়; সেটা হুমকিও হতে পারে। আমাদের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া উচিত ছিল।’

ম্যাচে বার্নলির জোশ ব্রাউনহিল দুটি গোল করেন। একটি রিবাউন্ড থেকে, অন্যটি পেনাল্টি থেকে। শেফিল্ড ইউনাইটেডের পক্ষে টম ক্যানন একটি গোল শোধ করেন, তবে শেষ মুহূর্তের চাপে সমতা ফেরানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা

এই হারের ফলে শেফিল্ডকে এখন প্রিমিয়ার লিগে খেলতে প্লে-অফ খেলে আসতে হবে। তাদের সামনে এখনো দুটি ম্যাচ বাকি আছে; প্রতিপক্ষ স্টোক সিটি (অ্যাওয়ে) এবং অপরটি ব্ল্যাকবার্ন (হোম)। সেই ম্যাচগুলোতেই নির্ধারিত হবে হামজাদের প্লে-অফে কেমনভাবে নামবে।


সর্বশেষ সংবাদ