ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’

হামজা চৌধুরী
হামজা চৌধুরী   © বাফুফে

গেল ১৭ মার্চ বাংলাদেশে পা রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকালই দেশে ফিরেছিলেন।

এবার শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১০টায় ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন। 

এদিকে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা। সেখানেই বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন, তা জানিয়ে গেছেন।

অন্যদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে লাল-সবুজ শিবির। ওই ম্যাচ খেলতে ফের বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।

সংক্ষিপ্ত এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হামজার মন্তব্য, ‘ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমি জুনে আবার আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন। পরের দুই বড় ম্যাচের জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’

গেল প্রায় ১০ দিন হামজাময় ছিল দেশের ক্রীড়াঙ্গন। গত ১৭ ও ১৮ মার্চ নিজ জেলা হবিগঞ্জে বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন হামজা। এরপর ১৮ মার্চ রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারকা এই মিডফিল্ডার। পরদিন ঢাকায় অনুশীলন শেষে ম্যাচ খেলতে ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ভারতের শিলংয়ে ছিলেন। 


সর্বশেষ সংবাদ