১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর নিউজিল্যান্ড
বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর নিউজিল্যান্ড  © সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে ফুটবল বিশ্বকাপ যেন ‘অমাবশ্যার চাঁদ’। এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২ বিশ্বকাপের মধ্যে কেবল দু’বার খেলতে পেরেছে তারা। অবশেষে তৃতীয়বারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড।

সোমবার (২৪ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে নিউ ক্যালিডোনিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। যেখানে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে তাসমান পাড়ের দেশটি। এর আগে, সবশেষ ২০১০ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল তারা।

এদিন প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। প্রায় এক ঘণ্টা গোলশূন্য থাকার পর ম্যাচের ৬১তম মিনিটে ফ্রাঙ্কিস ডি ভ্রাইজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার মাইকেল বক্সাল।
এরপর আরও দুই গোলের দেখা পায় নিউজিল্যান্ড। ৬৬তম মিনিটে টিম পেইনের অ্যাসিস্টে কস্তা বারবারোসেস এবং ৮০তম মিনিটে বারবারোসেসের অ্যাসিস্টে এলিজা জাস্ট গোল করেন।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ দল খেলার যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ ছাড়া ২০ মার্চ বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান। 

এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটলো নিউজিল্যান্ড। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ