করোনায় আক্রান্ত পূর্ণিমা

পূর্ণিমা
পূর্ণিমা  © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। আজ শনিবার (২২ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, করোনা পজিটিভ। সাথে মাস্ক দিয়ে ঢাকা একটি ইমোজি।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। পরে নিজের বাসায় আইসোলেশন করেন তিনি। প্রায় ১২ থেকে ১৩ দিন পর করোনা নেগেটিভ হন তিনি। এরপর তিন-চার দিনের বিরতি দিয়ে অভিনয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন- করোনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ শতাংশে

এদিকে সারাবিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় আগামী ১৪ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৪৯ শতাংশে। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত হন ১০ হাজার ৮৮৮ জন; শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। তার আগের দিন ১২ জনের মৃত্যু হয়, শনাক্ত হন ৯ হাজার ৫০০ জন; শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।


সর্বশেষ সংবাদ