ফের চালু হচ্ছে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’

ফের চালু হচ্ছে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’
ফের চালু হচ্ছে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’  © ফাইল ফটো

বাংলাদেশ টেলিভিশনে বন্ধ থাকা ‘নতুন কুঁড়ি’সহ শিশুতোষ অন্য অনুষ্ঠানগুলো পুনরায় চালুর কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণে ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) আয়োজিত স্মরণ সভায় এ কথা বলন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেগুলো আবার নতুন করে চালু করবো।

তিনি বলেন, নতুন কুঁড়ি কেন বন্ধ রাখার হয়েছে সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি জানিয়েছেন, শিশুদের অনুষ্ঠানগুলো চালু করতে।

তিনি আরও বলেন, শিশুদের বিকাশের জন্য এসব অনুষ্ঠান জরুরি। আজকে যারা জনপ্রিয় শিল্পী রয়েছেন তারা অধিকাংশই এসব অনুষ্ঠানের মাধ্যমে উঠে এসেছেন। বিশেষ করে নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে তারা পরিচিতি পেয়েছেন।


সর্বশেষ সংবাদ