এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে গাইলেন হিরো আলম (ভিডিও)

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হিরো আলমের গান
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হিরো আলমের গান  © সংগৃহীত

আলোচনা-সমালোচনা তোয়াক্কা না করে একের পর এক গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করছেন হিরো আলম। কদিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে গাইলেন তিনি।

সোমবার (১২ জুলাই) নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘হিরো আলম অফিসিয়ালে’ গানটি প্রকাশিত হয়। গানটির শিরোনাম রাখা হয়েছে ‘একটি বেঞ্চকে’।

গানটিতে হিরো আলম বলেছেন, একটি বেঞ্চকে খালি রেখে দাও পরিবহনের মতো, তবুও তোমরা দাও খুলে দাও স্কুল-কলেজ যতো, তাছাড়া যে ধ্বংস হচ্ছে আগামীর প্রজন্ম, তোমার-আমার সন্তান শত শত....।

গত কয়েক বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হন হিরো আলম। এপর্যন্ত তিনি বাংলা, হিন্দি, আরবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে সমালোচিত হয়েছেন।

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আর অপেক্ষা নয়: ইউনেস্কো-ইউনিসেফ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ‘একটি বেঞ্চকে’ শিরোনামে গাওয়া গানের কভার করেছেন হিরো আলম নিজেই। র‌্যাপ লিরিক্সে ছিলেন মোমো রহমান। আসল ক্রেডিটগুলো দেয়া হয়েছে কবির বিন সামাদ ও ঠিকানা টিভি.প্রেসকে।

দেখুন: এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

 


সর্বশেষ সংবাদ