বশেমুরবিপ্রবিতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৭:১৩ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২২, ০৭:১৩ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১ টায় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতির পিতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
এরপরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কর্মচারী সমিতি পৃথকভাবে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
উল্লেখ্য, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবনে ও ক্যাম্পাস চত্বরে আলোকসজ্জা এবং বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তোরণ নির্মাণ করা হয়। এছাড়া ১১ জানুয়ারি ২০২২ সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।