‘ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আমাদের অতিথি’

  © টিডিসি ফটো

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেবেন ২৫ হাজারের মতো পরীক্ষার্থী। তবে বিপুলসংখ্যক ভর্তি পরীক্ষার্থী এবং তাঁদের সঙ্গে আসা অভিভাবকদের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা জেলা প্রশাসন।

পড়ুন: ‘স্যার আমি ফাইন, আপনার রুমে এক ছোট ভাই পরীক্ষা দিচ্ছে’ 

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, ‘ভর্তি পরীক্ষাটি পাবনাবাসীর জন্য উৎসবের মতো। পাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা আমাদের অতিথি। তাঁদের থাকা-খাওয়ার দায়িত্ব আমাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর সর্বোচ্চ চেষ্টা করব।’

পড়ুন: ওসি এসেই পানিতে ঝাঁপ দেন, উদ্ধার করেন ১৫ জন

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রুস্তম আলী, সহ–উপাচার্য আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

এ সময় সভায় উপস্থিত বক্তারা বলেন, ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বরে হলেও মূলত তার আগের দিন থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আসতে শুরু করবেন। তাঁদের সেবার কাজে বিভিন্ন সংগঠনের কয়েক শ’ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। শহরের স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে রাখা হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে যাতায়াত, খাওয়াদাওয়া, প্রাথমিক চিকিৎসাসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ একযোগে কাজ করবে।

পড়ুন: একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, শহরের ৪১ টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পড়ুন: বিদেশি ছাত্রীকে যৌন নিপীড়ন বশেমুরবিপ্রবি শিক্ষকের!

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান কর্তৃক স্বাক্ষরিত স্মারকলিপিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে শহরের আবাসিক হোটেলের ভাড়া না বাড়ানো, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সাধ্যের মধ্যে খাবারের দাম রাখা, রিকশা-সিএনজিচালি অটোরিকশাওয়ালাদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত রাখাসহ আগত শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

পড়ুন: টেলিভিশন দেখতে পারেন না আবরারের মা

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যেকোনো অনিয়ম কিংবা জালিয়াতির সন্ধান পেলে প্রশাসনিক ভবনে অবস্থিত প্রক্টর অফিস এবং পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: 

‘দেশ সৃষ্টি যাদের কারণে আজ তারাই কথা বলতে পারছেন না’ (ভিডিও)

‘দুবার ডাকসুর ভিপি ছিলাম, একদিনও ক্লাস করিনি’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence