স্কলারজিপিএস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে গোবিপ্রবির ফার্মেসি বিভাগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগ। আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্ল্যাটফর্ম স্কলারজিপিএসের ২০২৩ সালের বিশ্লেষণ অনুযায়ী, বিভাগটি গোবিপ্রবির শীর্ষ বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এদিকে বিশ্বের সেরা গবেষকদের তালিকায় একই বিভাগের শিক্ষক, স্কলারজিপিএসের তথ্যানুসারে বিশ্বের শীর্ষ ১ দশমিক ২২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম। ফার্মেসি অ্যান্ড ফার্মাসিউটিক্যালস সায়েন্স বিষয়ক গবেষণা ক্ষেত্রে গবেষণা করে এই সাফল্য অর্জন করেন তিনি।

বিশ্ব গবেষণা মানচিত্রে গোবিপ্রবির অবস্থানও এ সময় উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে। গবেষণা কার্যক্রমের ভিত্তিতে বিশ্ব গবেষকদের মধ্যে গোবিপ্রবির অবস্থান ২ শতাংশ থেকে কমে ১ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জাতীয় পজিশন এখন ১৭তম এবং আন্তর্জাতিক পজিশন ২১৭৬।

আরও পড়ুন : শেকৃবি ভেট ক্লিনিকে অতিরিক্ত ফি ও অনিয়মের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, চলমান গবেষণার ধারা অব্যাহত থাকলে ২০২৪ ও ২০২৫ সালের রেকর্ড যুক্ত হওয়ার পর, ২০২৬-২০২৭ সালের স্কলারজিপিএস র‍্যাংকিংয়ে গোবিপ্রবি বিশ্বের শীর্ষ  শূন্য দশমিক ৫ শতাংশ গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। একই সঙ্গে ফার্মেসি বিভাগ তখনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল বিভাগ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

ফার্মেসি বিভাগের এমন সফলতায় বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার তো শুরু থেকেই এমনটা ইচ্ছা ছিল যে আমার বিভাগটা হবে দেশের মধ্যে সেরা বিভাগ। এটা আলাদা একটা পরিচিতি নিয়ে গড়ে উঠবে। এই নিউজটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। তবে উল্লেখ্য এই নিউজটা ২০২৩ সালের আমাদের যেসব গবেষণা রয়েছে, সেটাকে মূল্যায়ন করে এখন সেটা প্রকাশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে যেটা পাবলিক হবে ২০২৪ ও ২০২৫, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং আরও এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করছি, সেটা হয়তো ১-৭/৮ এর মধ্যে চলে আসতে পারে। এই সাফল্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সম্মানিত সহকর্মীরা আছেন, শিক্ষার্থীরা আছেন যারা গবেষণার সঙ্গে যুক্ত।’


সর্বশেষ সংবাদ