হাবিপ্রবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM

আওয়ামী লীগকে নিষিদ্ধের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’, ‘ধর ধর, লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আপনারা জানেন, বিগত ৫ই আগষ্টের পর থেকেই ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে এলেও বর্তমান ইন্টেরিম সরকার এবং তার আইনমন্ত্রী আসিফ নজরুল কোনো কথা বলছেন না। অথচ এই আসিফ নজরুল ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে সক্রিয় ছিলেন৷ আমরা বলতে চাই, আপনারা ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করবেন না। সেই সাথে আমরা জানতে চাই, ৫ আগস্টে র পর বাংলাদেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীরা কিভাবে সেইফ এক্সিট পায়।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আপনারা যারা ক্ষমতায় বসে আছেন অতি দ্রুত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তার যত অঙ্গসংগঠন আছে তাদের নিষিদ্ধের ব্যবস্থা নেবেন। তা নাহলে ৫ আগস্টের আগে যেমন ছাত্র-জনতা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রয়োজনে রাস্তায় নেমে পড়বে।’