বাইউস্টে শুরু হলো দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্ট’
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্ট-স্প্রিং ২০২৫’। সোমবার (৫ মে) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রযুক্তিনির্ভর উৎসবের সূচনা হয়।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন নানা ধরনের প্রতিযোগিতা ও সেশনে। ফেস্টের প্রথম দিনেই আয়োজন করা হয় ৪ ঘণ্টাব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (বৃহত্তর কুমিল্লা অঞ্চল), যেখানে সর্বমোট ৩৯টি দল অংশগ্রহণ করে। একই সঙ্গে দিনব্যাপী হ্যাকাথন, টাইপিং স্পিড কম্পিটিশন, অনলাইন গেমিং এবং আইসিটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে উদ্দীপনার সঙ্গে।
দ্বিতীয় দিনে থাকছে দুটি টেকনিক্যাল টক সেশন। প্রথম সেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড. মো. রাজিব হোসেন। তিনি ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন। দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হবে প্রোগ্রামিংবিষয়ক টেকনিক্যাল টক, যেখানে আধুনিক প্রোগ্রামিং কৌশল, প্রবলেম সলভিং এবং বাস্তব জীবনে প্রোগ্রামিংয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হবে।
ফেস্টের কনভেনার ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আহমেদ বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এ আয়োজন।”
প্রধান অতিথি এবং বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন (বিএসপি, পিএসসি) বলেন, “এই ফেস্ট শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের একটি দারুণ সুযোগ তৈরি করছে। প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।”
প্রযুক্তি ও উদ্ভাবনের মেলবন্ধনে তরুণদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে বাইউস্ট ক্যাম্পাস—‘সিএসই ফেস্ট - স্প্রিং ২০২৫।