গ্লোবাল হেলথ কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবির ‘সাইনটক’
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৪:৩২ PM

বিশ্বের তরুণ স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবকদের নিয়ে আয়োজিত ‘রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের একটি দল ‘সাইনটক’। আগামী ১০ ও ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
দলটি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত। তারা হলেন গণিত বিভাগের সুস্মিতা জাহান সুফতি ও মাহবুব আহমেদ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রুদ্র সরকার এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইরফান নাফিজ শাহান।
দলের সদস্যরা জানিয়েছেন, ‘সাইনটক’ মূলত একটি অ্যাসিস্টিভ টেকনোলজি প্রকল্প। এর অধীনে একটি স্মার্ট গ্লাভস তৈরি করা হয়েছে, যা মূক ও বধির মানুষের জীবনযাত্রা সহজ করতে সহায়তা করবে। স্মার্ট গ্লাভসটি মেশিন লার্নিং, আইওটি এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইমে সাইন ল্যাঙ্গুয়েজকে কথায় রূপান্তর করতে সক্ষম। এটি বিভিন্ন ভাষা ও অঞ্চলের মানুষের জন্য সহজেই ব্যবহারযোগ্য হবে।
আরও পড়ুন: মার্চের বেতন তুলছেন মাদ্রাসা শিক্ষকরা, এখনও ফেব্রুয়ারির বেতন মেলেনি স্কুল-কলেজে
দলের সদস্য গণিত বিভাগের শিক্ষার্থী সুস্মিতা জাহান সুফতি বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিতে আমরা আগামী ৮ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে চাচ্ছি। তবে সিলেট থেকে হিউস্টনের যাতায়াত ও আনুষাঙ্গিক ব্যয় হিসেবে প্রায় ১২লাখ টাকা প্রয়োজন। যেটি আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি আর্থিক সহায়তা পায় তাহলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের উদ্ভাবন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব।’
দলের সদস্যরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে প্রয়োজনীয় ভিসা সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেও যাতায়াতসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখনো হয়নি। ফলে প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সফলতা বিশ্ববিদ্যালয়ের সুনামকে বৃদ্ধি করবে। তাদের আর্থিক সংকটের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে আমি সংশ্লিষ্টদের জানাব এ বিষয়ে সহযোগিতা করার জন্য।’
আরও পড়ুন: আন্তর্জাতিক মানদণ্ড না থাকায় দেশীয় গ্র্যাজুয়েটে আগ্রহ কম বৈশ্বিক কোম্পানিগুলোর
উল্লেখ্য, রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন মূলত স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ২৪টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকেরা নিজেদের তৈরি স্বাস্থ্য প্রযুক্তির সমাধান উপস্থাপন করবেন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়তা করবে। প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় গবেষক ও উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।