সিমাগো র্যাংকিংয়ে ক্রমাগত পেছাচ্ছে মাভাবিপ্রবি
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৭:৪৮ PM

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান ষষ্ঠ। তবে গত বছর এই প্রতিষ্ঠানটির র্যাংকিংয়ে মাভাবিপ্রবি অবস্থান ছিল পঞ্চম। তার আগে, ২০২৩ সালে ছিল নবম, ২০২২ সালে অষ্টম, ২০২১ সালে দ্বিতীয় ও ২০২০ সালে প্রথম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।
সিমাগো ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৯তম, ১১তম ও ৯ম। আর এ তিনটি বিষয় মিলে মাভাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ৬ষ্ঠ। তবে ২০২৪ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাভাবিপ্রবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ৭ম, ৯ম ও ১২তম। অর্থাৎ, উদ্ভাবনে মাভাবিপ্রবির উন্নতি ঘটলেও গবেষণায় ও সামাজিক প্রভাবে গত বছর থেকে বেশ পিছিয়ে পড়েছে।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাংকিং প্রকাশ করে থাকে। সার্বিক র্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪১টি। সে হিসেবে এ বছরের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান র্যাংকিংয়ে যুক্ত হয়েছে। র্যাংকিংয়ে এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডসহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৪টি, চীনের ৫টি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সাম্প্রতিক র্যাংকিংয়ে মাভাবিপ্রবির অবস্থার অবনতি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রসঙ্গে শিক্ষার্থী আবির বলেন, ‘সিমাগো র্যাঙ্কিংয়েই পিছিয়ে আছি, Times Higher Education এবং QS World Ranking-এর কথা তো বাদই দিলাম।’
র্যাংকিং বিষয়ে জানতে চাইলে রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির জানান, ‘নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর র্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘Times Higher Education এবং QS World Ranking কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু প্যারামিটারের ভিত্তিতে স্কোর নির্ধারণ করে থাকে। এসব র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের প্রয়োজনীয় ডাটা প্রদান করতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয় এবারই প্রথমবারের মতো এসব ডাটা সরবরাহ করতে যাচ্ছে, যা এর আগে কখনোই করা হয়নি। এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান সম্পর্কে জানা যাবে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের দিকনির্দেশনা পাওয়া যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
এছাড়া, গবেষণা ও উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি গবেষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। আগামী বছর থেকে পিএইচডি গবেষকদের একটি নির্দিষ্ট সম্মানী বা বৃত্তি দেওয়া হবে, যা একজন প্রভাষকের সমপরিমাণ হতে পারে। বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোস্তফা কামাল।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যাপারে এই অধ্যাপক আরও বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কোর্স ও ক্রেডিট সংখ্যা প্রায় সমান হলেও ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা তুলনামূলক কম। ফলে সীমিত সংখ্যক শিক্ষকদের দিয়ে অধিক কাজ করতে হয়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গবেষণা ও শিক্ষার মান আরও উন্নত করা যায়।’