গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ 

চ্যাম্পিয়ন গণিত বিভাগের খেলোয়াড়রা
চ্যাম্পিয়ন গণিত বিভাগের খেলোয়াড়রা  © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। প্রথম ইনিংসে ১০ ওভার ৭৩ রানের টার্গেট দেয় তারা। জবাবে ৮ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১ ওভার ৩ বল হাতে রেখেই জয়সূচক ৭৩ রান তুলে নেয় গণিত বিভাগ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সহকারী প্রক্টর মহোদয়, ক্রীড়া কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান ও শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডলসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত এবং ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের মাহমুদুল মুহিব। চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘একটি প্রাণবন্ত ফাইনাল ম্যাচ উপহার দেয়ার জন্য উভয় দলকে অশেষ ধন্যবাদ। আমি প্রত্যাশা করি, আন্তঃবিভাগ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে যে-সকল প্রতিযোগিতার আয়োজন করা হয়, এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘খেলায় হারা বা জেতা নয়; অংশগ্রহণ করাই বড় কথা। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা বিভাগ বা ক্রীড়া কোটায় ভর্তি হয় না। তারপরও আশা করি এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। যাতে করে আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি।’

উল্লেখ্য যে, এর আগে ২০২২ সালে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ১ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল গণিত বিভাগ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence