মাদক সেবনরত অবস্থায় হাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা আটক

ইমতিয়াজ জুবায়ের সজীব
ইমতিয়াজ জুবায়ের সজীব  © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাউন্টস শাখার উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবসহ  (৩৬) চার জনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর মেকানিক গ্যারেজ থেকে কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

আটককৃত অন্যরা হলেন, দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০) এবং বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬)। আটক ইমতিয়াজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে ওসি মতিউর রহমান বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হবে।’


সর্বশেষ সংবাদ