গ্রেপ্তার বা হয়রানির শিকার শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে মাভাবিপ্রবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী গ্রেপ্তার বা হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতা করবে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মুছা মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী গ্রেপ্তার বা হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য মাভাবিপ্রবির সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওন  ও মেরিনা খাতুন এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।

আরো বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক গ্রেপ্তার বা হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ