নবীনদের বরণ করে নিলো মাভাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ PM
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) নবীনবরণ ও ৯ম ব্যাচের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২য় অ্যাকাডেমিক ভবনের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে নবীনদের বরণ করে নেয় মাভাবিপ্রবি।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুম হায়দার। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।