শোচনীয় অবস্থায় বশেমুরবিপ্রবির অধিকাংশ শৌচাগার

এমন শোচনীয় অবস্থায় পড়ে আছে অধিকাংশ শৌচাগার
এমন শোচনীয় অবস্থায় পড়ে আছে অধিকাংশ শৌচাগার  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক ভবনের অধিকাংশ শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, দিনের পর দিন পরিষ্কার না করায় একাডেমিক ভবনের প্রায় প্রতিটি শৌচাগার ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে। এছাড়াও কিছু ওয়াশরুমের দরজার ছিটকিনিও ভেঙে গেছে, স্যাঁতস্যাঁতে পরিবেশ, ময়লা আবর্জনা জমে আছে ভবনের প্রত্যেকটি শৌচাগারে। 

মলমূত্রে নোংরা অবস্থা হয়ে আছে, নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, কোনো টিস্যু কিংবা সাবানের ব্যবস্থা। এছাড়াও বেসিনগুলোর ট্যাপ  আয়না ভাঙ্গাসহ পড়ে আছে অপরিষ্কার অবস্থায়। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থাতে থাকলেও নিয়মিতভাবে পরিষ্কারের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো এমন অব্যবহারযোগ্য কেন হবে? ওয়াশরুমের ঠিক নাই, পানির ব্যবস্থা নাই, এসব দেখার কেউ নেই? ক্লাসটাইমে সবসময় আবাসিক হলেও আসা যায় না। আট তলা থেকে পাঁচ তলায় আসতে হয়, এইখানের ওয়াশরুমও ব্যবহার অনুপযোগী। বিশেষত মেয়েদের বিভিন্ন সমস্যা পোহাতে হয়। এই সমস্যাটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: শান্ত বলেন, ওয়াশরুম নিয়মিত পরিষ্কার করা হয় না। এজন্য ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে। সেই সাথে এমন অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, এগুলো ঠিক করার জন্যে আমরা প্রতিদিনই বলছি। আজকে উপ-উপাচার্য দ্রুত ঠিক করার কথা বলেছেন। শিক্ষার্থীদের নিজেদেরও ঠিকমতো পানি ঢেলে পরিষ্কার রাখতে হবে।


সর্বশেষ সংবাদ