হরতাল-অবরোধে চলমান পরীক্ষা স্থগিত করলো রাবিপ্রবি

  © টিডিসি ফটো

দেশব্যাপী হরতাল, অবরোধ ও সহিংসতার কারণে আগামী ২ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এক মৌখিক বিবৃতিতে এমন সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালটির প্রক্টর জুয়েল সিকদার।

পরীক্ষার স্থগিতের বিষয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন: চিকিৎসা কেন্দ্রকে হল বানিয়ে নবীন ছাত্রীদের রাখছে বাকৃবি

এদিকে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেগুলো ক্লাস অনলাইনে আছে তা অনলাইনে চলমান থাকবে আর সশরীরে ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছ বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে।  


সর্বশেষ সংবাদ