শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার পর ছাত্রলীগ নেতার রুম সিলগালা

শাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা মো. রিশাদ ঠাকুরের রুম সিলগালা করে দিয়েছে প্রশাসন
শাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা মো. রিশাদ ঠাকুরের রুম সিলগালা করে দিয়েছে প্রশাসন  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা মো. রিশাদ ঠাকুরের রুম সিলগালা করে দিয়েছে শাবি প্রশাসন। রোববার (২০ আগস্ট) বিকালে রুমটি সিলগালা করে দেওয়া হয়। এর আগে ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাকে। তিনি ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। 

শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টা ও সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার-নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগে হল কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে মো. রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তিনি কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. রিশাদ ঠাকুর ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। অনার্স ফাইনাল পরীক্ষা শেষে তিনি মাস্টার্সে ভর্তি হননি। তারপরও রিশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন।

গত শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রকে হলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে শাবির গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বায়েজিদ প্রাধ্যক্ষকে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর তাকে নিজের কক্ষে (৫০১৬ নম্বর) ডেকে নেন রিশাদ। সেখানে বায়েজীদকে গালাগাল, মারধর ও মেরে ফেলার হুমকি দেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী বায়জিদ বলেন, শুক্রবার জুমার নামাজের পর তাকে নিজ কক্ষে ডেকে নেন রিশাদ। সেখানে তাকে গালাগাল ও মারধর করেন। বায়েজিদ জানান, গ্রুপের নেতা রিশাদকে না জানিয়ে হলের ভর্তি বিষয়ে অন্যদের সঙ্গে সভা করায় তাকে মারধর করা হয়েছে। তিনি হলের ৪০১২ নম্বর কক্ষে থাকেন।


সর্বশেষ সংবাদ