যমুনা সুপার এক্সচেঞ্জ অফারের বিজয়ী পেলেন ১২৫ সিসি পেগাসাস বাইক

  © টিডিসি ফটো

সম্প্রতি সফলভাবে শেষ হলো ‘যমুনা সুপার এক্সচেঞ্জ অফার’। এই বিশেষ অফারের মাধ্যমে ক্রেতারা পুরোনো বা ব্যবহৃত ইলেকট্রনিক পণ্য এক্সচেঞ্জ করে নতুন যমুনা ফ্রিজ, টিভি কিংবা এসি ক্রয়ের সুযোগ পেয়েছিলেন। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল এক্সচেঞ্জের মাধ্যমে দুর্দান্ত উপহার জেতার সুবর্ণ সুযোগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফারের বিজয়ী মো. মজিব উল্যার হাতে তুলে দেওয়া হয় একটি ১২৫ সিসি পেগাসাস বাইক। মজিব নোয়াখালী জেলায় অবস্থিত যমুনার চৌমুহনি প্লাজায় এক্সচেঞ্জ অফারে একটি ফ্রিজ কিনলে বিজয়ী হন তিনি। 

এক্সচেঞ্জ অফারে অংশ নিয়ে উপহার পেয়ে উচ্ছ্বসিত মো. মজিব উল্যা বলেন, ‘আমি সত্যিই অবাক এবং আনন্দিত। পুরোনো ফ্রিজ বদলে নতুন ফ্রিজ নেওয়ার পাশাপাশি পেলাম ব্র্যান্ড নিউ বাইক। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিম উল্লাহ্, হেড অফ ব্র্যান্ড জনাব নাজমুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং যমুনা গ্রাহকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যমুনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় অফার ও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। গ্রাহকদের সন্তুষ্টিই তাদের সবচেয়ে বড় প্রেরণা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence