স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আর বেসরকারি মাধ্যমিকের আবেদনের সময় শেষ হবে ১৬ ডিসেম্বর।

এর আগে গত ২৫ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৮ ডিসেম্বর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। পরে সেটা সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।


সর্বশেষ সংবাদ