মাউশির কলেজ শাখার নতুন পরিচালক আব্দুল হান্নান

মাউশি
মাউশি  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন কলেজ পরিচালক নিযুক্ত হয়েছেন অধ্যাপক বি এম আব্দুল হান্নান। এর আগে তিনি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত ছিলেন। রোববার (০৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তা আব্দুল হান্নানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’ 

এতে আরও বলা হয়, ‘বর্ণিত কর্মকর্তা আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।’


সর্বশেষ সংবাদ