বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ১৩ মার্চ

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

প্রতি বছরের মতো এবারও আয়োজন হতে যাচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। আগামী ১৩ মার্চ প্রতিষ্ঠান পর্যায়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩) মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় প্রতিবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠান আগামী ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় ও ঢাকা মহানগরীর ২৫টি থানায় ২০-২৫ মার্চ, জেলা পর্যায়ে ২ মে, ঢাকা মহানগরে ৩ মে এবং বিভাগীয় পর্যায়ে ৯ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ