দ্রুত লাইব্রেরী কমপ্লেক্স নির্মাণের দাবি ঢাবি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সিট সংকট নিরসনসহ চার দফা দাবিতে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তারা এ মানবন্ধন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুল্লাহ বেলালী বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সিটের সংকুলান হয়না। সবার যাতে সিটের ব্যবস্থা হয়, সে দাবিতে আজকে আমরা মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়তে চাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার সিটের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছে। তারচেয়ে বড় কথা, কেন্দ্রীয় লাইব্রেরীতে বহিরাগত সংখ্যা অনেক বেশি। তাদের কারণে আমাদের জায়গা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, তারা যাতে আমাদের সকল সমস্যা বিবেচনা করে এর সুস্পষ্ট সমাধান করেন। আমাদের রেফারেন্স যে বই প্রয়োজন সেই বই যেন মজুদ রাখেন এবং সিট সংকুলানের ব্যবস্থা করেন।

আরেক ছাত্র রাশেদ বলেন, ‘এখানে পড়তে আসলে ভোর পাঁচটা থেকে লাইনে দাড়াতে হয়, আটটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। তারপরও কপালে সিট মেলেনা। লাইন এখান থেকে ডাকসু পর্যন্ত যায়। আমাদের দাবি প্রশাসনের কাছে, প্রশাসন যেন এই বিষয়গুলিতে লক্ষ্য রেখে আধুনিক একটি লাইব্রেরী নির্মাণ করে এবং নির্মাণ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ভবন ব্যবহার করতে দেয়।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বহিরাগতের সমস্যা। আজকে অনেক বহিরাগত বের করে দেয়া হয়েছে। আমাদের দাবি, প্রশাসন যাতে বহিরাগতের সমস্যাটি শক্ত হাতে সমাধান করে।’

তাদের দাবির মধ্যে রয়েছে, দ্রুত আধুনিক ও যুগোপযোগী বহুতল কেন্দ্রীয় গ্রন্থাগার কমপ্লেক্স তৈরি করা, সমস্যার আশু সমাধানকল্পে গ্রন্থাগার কমপ্লেক্স তৈরি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ভবন অস্থায়ীভাবে গ্রন্থাগার হিসেবে ব্যবহারের ব্যবস্থা করা, গ্রন্থাগারে বহিরাগত শিক্ষার্থীদের অনুপ্রবেশ বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে জরুরি বহির্গমণ সিড়ি নির্মাণ করা।


সর্বশেষ সংবাদ