সাত কলেজ ইস্যু: ৩০ কার্যদিবস সময় বাড়ালো কমিটি

সাত কলেজ ইস্যু সামাধানে গঠিত কমিটিকে বেঁধে দেয়া সময়সীমা বাড়িয়েছে নিজেরা। গত ২৯ জুলাই কমিটির এক সভায় ৩০ কার্যদিবস পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সামাদ।

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত মাসে ক্লাস-পরীক্ষা বর্জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই অধিভুক্তি নিয়ে উদ্ভূত সমস্যার ‘বৈজ্ঞানিক’ সমাধানে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটিকে উদ্ভূত সমস্যার সমাধানে ১৫ কার্যদিবসের মধ্যে করণীয় সুপারিশ করতে বলা হয়।

 


সর্বশেষ সংবাদ