স্কুলছাত্র হত্যায় ১৭ কিশোরের কারাদণ্ড

১৭ কিশোরকে সাত বছর   কারাদণ্ড দিয়েছে আদালত
১৭ কিশোরকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত  © সংগৃহীত

খুলনায় স্কুলছাত্র হত্যা মামলায় ১৭ কিশোরকে সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক আব্দুস ছালাম খান সোমবার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী রুবেল খান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় কনসার্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন। কনসার্টে বসা নিয়ে এক কিশোরের সঙ্গে রাজিনের হাতাহাতি হয়।

রাত ৯টার দিকে ওই কিশোররা রাজিনকে মঞ্চের পেছনে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে তারা তার হাত চেপে ধরে ও একজন রাজিনের পেটে চাকু ঢুকিয়ে দেয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২১ জানুয়ারি রাজিনের বাবা শেখ জাহাঙ্গীর আলম ছয়জনের নামে ও অজ্ঞাতপরিচয় ১০ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বেঞ্চ সহকারী রুবেল খান জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence