কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: যুবকের ১০ বছর সাজা

দন্ডাদেশ
দন্ডাদেশ  © টিডিসি ফটো

নওগাঁর মান্দায় ফেসবুকে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড সহ দশ লাখ টাকা জরিমানা করেছে আদালত। রবিবার (৩০ জানুয়ারি) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামির নাম সোহেল রানা। ২২ বছর বয়সী ওই যুবক উপজেলার পাকুরিয়ার শাহাদৎ হোসেন সাধুর ছেলে।

আরও পড়ুন: বয়স ১২ হলেই পাবে টিকা

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইশমত আরা জানান, একই গ্রামের এক কলেজেছাত্রীকে প্রেম প্রস্তাবসহ কু-প্রস্তাব দেয় সোহেল রানা। কিন্তু কলেজছাত্রী তা প্রত্যাখান করে। এই ক্ষোভে ২০১৮ সালের ৪ মে রাতে ফেসবুকে ওই ছাত্রীকে নিয়ে আপত্তিকর কথা-বার্তা পোস্ট করেন তিনি। পরে তাকে মোবাইল ফোনসহ র‌্যাব আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০১৮ সালের ১৪ জুন মান্দা থানায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ