ফেসবুকে কুপ্রস্তাবের অভিযোগ ঢাবি ছাত্রীর, অমিতাভ রেজা বললেন ফেক আইডি

  © সংগৃহীত

দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর বিরুদ্ধে কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ  তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সেসব কথোকথনের স্ক্রিনশটও প্রকাশ করেছেন।

তবে ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক থেকে দুটি ‘অমিতাব রেজা’ আইডির ছবি প্রকাশ করে জানিয়েছেন, এগুলো তার ফেক আইডি। তিনি  লিখেছেন, স্ক্রিনশটে যে ফেসবুক একাউন্টটি দেখতে পাচ্ছেন এটা একটা ফেক/ভুয়া একাউন্ট। আমার নামে খোলা এমন অনেক ভুয়া একাউন্টে ফেসবুক এখন সয়লাব। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়ে এই সমস্ত ভুয়া একাউন্ট দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। আমার পরিচয় ব্যবহার করে এই সব ভুয়া একাউন্ট থেকে যারা অন্যদের সাথে প্রতারণা করে যাচ্ছেন; অনুরোধ করব এই কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

“আর সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সব ভুয়া একাউন্ট থেকে দূরত্বে থাকুন এবং ফেক একাউন্ট হিশাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন। যারা এইভাবে আমার নামে ভুয়া একাউন্ট পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমি যথাযথ আইনি ব্যবস্থা নেব। আবারও বলছি, আমি এই একটি ভেরিফাইড একাউন্টই পরিচালনা করি। অন্য কোনো একাউন্টে আমাকে খুঁজবেন না।”

এদিকে, ফেসবুকে সুমাইয়া অনন্যা ঢাবির ওই ছাত্রীর অভিযোগ, মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপন ও বিলবোডে সুযোগ দেওয়ার কথা বলে অমিতাভ রেজা চৌধুরী তাকে প্রযোজকের সঙ্গে বিছানায় যাওয়ার প্রস্তাব দেন।

সুমাইয়া অনন্যা নামের ওই নারী সেসব কথোপকথনের ছবি ফেসবুকে প্রকাশ করেন। সঙ্গে লিখেছেন, অমিতাভ রেজা চৌধুরী! তার ফ্যান ফলোয়ার এর অভাব নাই নিশ্চয়ই। আয়নাবাজি দেখার পর আমিও তার মোটামুটি ফ্যান বলা চলে। কয়েক বছর হইলো উনি আমার লিস্টে রয়েছেন। কয়েকবার আলাপ হয়েছে ক্যাম্পাস লাইফ নিয়ে। আজ হঠাৎ আমার ডে’র ক্লিভেজ বের করা ছবি দেখে আমাকে নক দ্যান তিনি (যেটা আমি প্রথমে খেয়াল করিনাই) তারপর শুটের অফার দিলো এবং বাকি কথা সব স্ক্রিনশটে দেয়া আছে। দেখেন!

যারা বলছে, এটা তার ফেইক আইডি, তার ভেরিফাইড আইডি আছে তাদের জন্য ব্রো তার সাথে আমার ভিডিও কলেও কথা হয়েছে যার স্ক্রিনশটও দিলাম।

সুমাইয়া অনন্যা আরও লিখেছেন, তার দুইটা আইডিই আমার লিস্টে ছিলো। এরপর সে আমাকে শুট এর জন্য অনেক কিছু বললো; বাংলালিংক এর বিশাল শুট, বিলবোর্ড হবে ব্লা ব্লা। তারপর শর্ত হিসেবে বললো আজকে প্রডিউসার এর সাথে সেক্স করতে হবে! না করে দিলাম যার কারণে দুইটা আইডি থেকেই আনফ্রেন্ড মারলো।

তিনি লিখেছেন, ১৯ পেরিয়ে ২০ পরতে যাবো আমি মেয়েটা মিডিয়া কি জানি, জিপির শুট করা, প্রোডাকশন হাউজে কাজ করা ব্লা ব্লা প্লাস বন্ধু-বান্ধব অনেকেই সেই লাইনের হওয়াতে এই বেপারে আমার আইডিয়া আছে যা লোকটা আন্দাজ করতে পারেনি বোধহয়। ক্লিভেজ দেখাইলেই যে সেইটা দেইখা যার তার সাথে আমি শুয়ে যাবো- এরকম ভাবা মানুষগুলার দেখার চোখ ঘুইট্টা ফেলারও সাহস রাখি আমি সেটা বেচারা জানে না, দুঃখ দুঃখ!


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence