বীমা কর্মকর্তার বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ 

সাইদুর রহমান
সাইদুর রহমান  © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীমা গ্রাহকদের পলিসির কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র শাখা ব্যবস্থাপক (জিএম) সাইদুর রহমানের বিরুদ্ধে।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ২০ জন গ্রাহকের বীমার টাকা কোম্পানিতে জমা না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন রুপালী লাইফ ইন্স্যুরেন্স মধুমতি সার্ভিস সেলের শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। কিন্তু টাকা ফেরত চাইলে নানা রকম তাল বাহানা সহ হুমকি পেতে হয়। 

উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা মিরাজ শেখ বলেন, ‘২০২১ সালে বাৎসরিক ৫১ হাজার ৬৫০ টাকা প্রিমিয়ামে একটি পলিসি করি সাইদুর নামের ঐ কর্মকর্তার কাছ থেকে। চার বছরে কেবল একটি রসিদ পেয়েছি। বাকি তিনটি বাৎসরিক প্রিমিয়ামের ১ লক্ষ ৫৪ হাজার ৯৫০ টাকার কোনো রশিদ পাইনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি রুপালী লাইফ ইন্স্যুরেন্সে আমার টাকা জমাই হয়নি। তখন টাকা ফেরত চাইলে সাইদুর তার পালিত সন্ত্রাসীদের মাধ্যমে আমাকে হয়রানি করে ও হুমকি দেয়।’

গওহরডাঙ্গা গ্রামের আসলাম খান বলেন, ‌‘আমার বাৎসরিক পলিসির পরিমাণ ৫০ হাজার ১৫০ টাকা। আমি এক বছরের টাকা জমা দেয়ার পরও কোনো রসিদ দেননি সাইদুর রহমান। তখন অফিসে গিয়ে জানতে পারি কোম্পানিতে আমার টাকা জমা হয়নি।
যা উনি আত্মসাৎ করেছেন।’

পেনাখালী গ্রামের মানিক হাওলাদার ও মুর্শিদা বেগম জানান, তাদের দুজনের বাৎসরিক প্রিমিয়ামের মোট ৪৮ হাজার ৫৩৯ টাকা জমা দিয়েছেন। কিন্তু তাদের কোন রসিদ দেয়া হয়নি। ইন্স্যুরেন্স কোম্পানীর ঐ শাখায় বারবার গেলেও কোন সুরাহা হয়নি।

ঐ কোম্পানির গ্রাহক আইরিন আক্তার, শাহিনুর বেগম, জাহানারা বেগম, মমিনুজ্জামান, সুমি খানম সহ অনেকে জানান তাদের পলিসির অর্থ জমা দেওয়ার পরও রসিদ পাননি। আর তাদের টাকা মূল অফিসে জমা হয়নি। বীমার টাকা আত্মসাৎ করেছেন জিএম সাইদুর রহমান। বর্তমানে টাকা ফেরত চাইলে নানা রকম হুমকি দিচ্ছে তারা। 

এ বিষয়ে রূপালী লাইফ ইন্সুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান মুঠোফোনে বলেন, ‘গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন। তখন ইউএনও স্যার আমাকে তার কার্যালয়ে ডাকার পর কথা দিয়েছি দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিবো।’ এছাড়া অন্যান্য গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়ে কোন কথা বলতে চাননি।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘টুঙ্গিপাড়া উপজেলার কয়েকজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন শাখা ব্যবস্থাপক সাইদুর রহমানের বিরুদ্ধে। একাধিক গ্রাহকের পলিসির টাকা তিনি কোম্পানির হিসাবে জমা দেননি, তার একটা তালিকা আমাদের হাতে এসেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence